চট্টগ্রাম আতরার ডিপো এলাকায় চাঁদা না দেয়ায় হাজারি বস্ত্র বিতানের এক কর্মচারী মোঃ আকাশ কে কোপানো সেই ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাচঁলাইশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নগরীর পাচঁলাইশ হিলভিউ রহমান নগর এলাকা থেকে সেই ২ সন্ত্রাসীকে গ্রেফতার করে পাচঁলাইশ থানা পুলিশ।
জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চাঁদা না দেয়ায় কথাকাটাকাটির জেড়ে তার উপর আক্রমণ করে মোঃ আকাশ (২২) নামক সেই দোকান কর্মচারীর উপর ধারালো অস্ত্র চাপাতি দিয়ে হামলা করে জুলহাস (১৯) ও শাহিন আলম (১৯) নামের দুই সন্ত্রাসী। কবজি, বাম পায়ের হাঁটু ও পিটের ডান পাশের উপরের অংশে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে।
পরবর্তীতে, আশেপাশের ব্যবসায়ী ও দোকানদার রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে।
গ্রেফতারের সময় সেই দুই সন্ত্রাসীর কাছ থেকে হামলায় ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করে পাচঁলাইশ থানা পুলিশ।
