২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিন এর স্বাধীনতাকামি সংগঠন হামাস ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌমত রাষ্ট্র ঘোষনা দিয়ে মিসাইল নিক্ষেপ এবং অভিযান পরিচালনা করে দখলদার ইজরাইলি ভুখন্ডে।
এরই জেড়ে পরবর্তীতে গাজায় গণহত্যা শুরু করে ইজরাইলি সন্ত্রাসী বাহিনি আইডিএফ। আইডিএফ এর সন্ত্রাসী হামলায় এই পর্যন্ত ১৭ হাজার শিশু ও ১১ হাজার ৪৮৭ জন নারী সহ কমপক্ষে ৪১ হাজার ৯০৯ জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করে ইজরাইলি সন্ত্রাসী গোষ্টি আইডিএফ।
আহত হয়েছে কমপক্ষে ৯৭ হাজার ৩০৩ জন। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়ে নিখোজ রয়েছে প্রায় ১০ হাজার মতো মানুষ।
এই হত্যাকান্ডের প্রতি নিন্দা জানালেও তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ দেখায় নি আরব বিশ্বের নেতারা। আরব বিশ্বের এহেন কাজে ফিলিস্তিনিদের মাঝে ক্ষোভ বাড়ছে আরব বিশ্বের প্রতি।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করতে এরই মধ্যে হামাসের সাথে অভিযান চালায় হিজবুল্লাহ এবং হুতি। তার পরিপেক্ষিতে লেবাননে হামলা চালায় ইজরাইল সেই হামলায় নিহত হোন হিজবুল্লাহ প্রধান সহ আরো অনেকে। ইজরাইলে এহেন সন্ত্রাসী কর্মকান্ডে থেকে রেহায় পায় নি ইরানের সাবেক প্রেসিডেন্ট সহ হামাস প্রধানেও সন্ত্রাসী হামলায় শহিদ হোন।