সোমবার, আগস্ট ১৮, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকগাজায় খাদ্য সংকটে ২ দিনে নিহত ১০০ জনের বেশি: জাতিসংঘ

গাজায় খাদ্য সংকটে ২ দিনে নিহত ১০০ জনের বেশি: জাতিসংঘ

spot_img
spot_img

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকটের মধ্যে মানুষ যখন খাবারের সন্ধানে বের হচ্ছেন, তখন ইসরায়েলি বাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হচ্ছেন। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। মানবিক এই সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওচা)-এর সহকারী মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে জানান, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় খাদ্য সংগ্রহের সময় অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন ও আহত হচ্ছেন।

তিনি জানান, ওচা’র তথ্য অনুযায়ী, গত দুই দিনে খাবার নেওয়ার চেষ্টা চলাকালে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। এসব ঘটনা ঘটছে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে থাকা খাদ্য বিতরণ কেন্দ্র এবং সহায়তা পরিবহনকারী গাড়িবহরের আশপাশে।

ফারহান হক বলেন, কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে খাবার সংগ্রহ করতে বাধ্য না হয়, এটি নিশ্চিত করা প্রয়োজন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা সহজে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

জাতিসংঘ জানায়, গাজায় বহু মাস ধরে জীবনধারণের প্রয়োজনীয় জিনিসপত্রের চরম সংকট চলছে। এই অবস্থা থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে সহায়তা প্রবেশ নিশ্চিত করা জরুরি।

ফারহান হক বলেন, আমাদের মানবিক সহায়তাকারী দলগুলোকে দ্রুত, নিরাপদ এবং বাধাহীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে যাতে তারা সম্মানজনকভাবে মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে পারে।

ওচা জানায়, এখন পর্যন্ত গাজায় যে পরিমাণ সহায়তা প্রবেশ করেছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইসরায়েলি কর্তৃপক্ষের নির্ধারিত পথগুলোতে এখনও বিভিন্ন বাধা ও নিরাপত্তা হুমকি রয়েছে। অনেক পথ ঝুঁকিপূর্ণ, যানজটপূর্ণ কিংবা চলাচলের উপযোগী নয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত ৬০ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। টানা হামলায় গাজা অঞ্চল ধ্বংস হয়ে গেছে এবং সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত