বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদকনটেন্ট ক্রিয়েটর কাফির ঘরবাড়ি পুড়ে ছাই

কনটেন্ট ক্রিয়েটর কাফির ঘরবাড়ি পুড়ে ছাই

spot_img
spot_img

জুলাই আন্দোলনের পক্ষে কথা বলা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

স্ট্যাটাসে কাফি লেখেন, “মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম? যুদ্ধ করেছিলাম এবং করছি। কিন্তু নিরাপত্তা পাইনি।”

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, রাত সোয়া ২টার দিকে তারা খবর পান যে নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, আগুন সিলিং পর্যন্ত পৌঁছে গেছে। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। পাশের গোয়ালঘরটি রক্ষা করা সম্ভব হয়েছে। তবে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও কেউ হতাহত হয়নি। বাড়ির সবাই নিরাপদে রয়েছে।”

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে কাফি ভিডিও কনটেন্ট তৈরি করছেন। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও নির্মাণ করেন, যেখানে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সংকট, অসংগতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

এছাড়া, তিনি লেখালেখির কাজও করেন এবং তার লেখা একটি বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। তবে বইমেলার শুরু থেকেই তিনি নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েন।

গত ১১ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় কাফি এ নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনার শিকার করা হচ্ছে।”

একটি মোবাইল স্ক্রিনে থাকা একটি ছবি দেখিয়ে তিনি বলেন, “মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বলা হচ্ছে কাফি জড়াজড়ি করছে। অথচ এটি ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি একটি নাটকের দৃশ্য, যেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বইমেলায় আমি একজন বান্ধবীর হাত ধরেছিলাম, যা নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি এতদূর গড়ানোর প্রয়োজন ছিল না। তারপরও আমি সরি বলেছি এবং এখনো বলছি, বইমেলার মতো জায়গায় এভাবে হাত ধরা ঠিক হয়নি।”

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত