রাজধানীর উত্তরায় অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ভবনে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরাগের দিয়াবাড়ীতে ঢাকা মেট্রো-৩ সার্কেলের এক নম্বর ভবনে রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বিকেলে ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন ও বিআরটিএর ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপপরিচালক কাজী মোহাম্মদ মোরসালীন সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিআরটিএর নৈশপ্রহরী আনসার সদস্য রমেশ চন্দ্র জানান, গভীর রাতে কয়েকজন দুষ্কৃতকারী ভবন লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ভবনে আগুন ধরে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, তবে এতে বেশ কিছু বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের সহকারী পরিচালক বশির উদ্দিন আহাম্মেদ তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ব্যক্তিরা কাচের বোতলে পেট্রল ভরে আগুন ধরিয়ে ভবনের প্রধান ফটকে নিক্ষেপ করে। এতে আনুমানিক ৪০-৫০ হাজার টাকার ক্ষতি হয়। আগুন নেভাতে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ইউসিবি ব্যাংকের নিরাপত্তা গার্ডও সহযোগিতা করেন।
বিআরটিএর উপপরিচালক কাজী মোহাম্মদ মোরসালীন জানান, রাত আনুমানিক দুই থেকে আড়াইটার মধ্যে এ হামলা ঘটে। এতে নিচতলার বিদ্যুৎ সংযোগ ও জেনারেটরের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ওপরের তলায় আগুন ছড়ায়নি।
তিনি আরও জানান, হামলার সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে ভবনের সামনে দাঁড়ায়। তাদের মধ্যে একজন বাইকে বসা ছিল, বাকি দুজন নেমে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে উত্তরা জোনের এসি সাদ্দাম হোসেন বলেন, “পেট্রলবোমা হামলার ঘটনায় আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে আমি ও ডিসি স্যার উপস্থিত রয়েছি।”
তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
