শুক্রবার, মে ৯, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা: ইসির গেজেট প্রকাশ

ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা: ইসির গেজেট প্রকাশ

spot_img
spot_img

নির্বাচন কমিশন (ইসি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে। রোববার (২৭ এপ্রিল ২০২৫) ইসি এ বিষয়ে গেজেট জারি করে, যা আদালতের নির্দেশনার ভিত্তিতে প্রকাশিত হয়েছে।

ইসির সূত্র জানায়, গত ২২ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। মন্ত্রণালয় থেকে ইতিবাচক মতামত পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অন্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন। ওই বৈঠকে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

এই গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত