প্যাসিফিক গ্রুপের মালিনাধীন প্যাসিফিক ক্যাজুয়াল গার্মেন্টসের ১-২ ইউনিট দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন কারখানা কর্তৃপক্ষ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানায় কোম্পানিটির কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা, প্যাসিফিক ক্যাজুয়েলস্ লি. (ইউনিট ০১ এবং ০২) এ কর্মরত সকলের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রমিক কর্তৃক কারখানায় অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি- দাওয়া উত্থাপন করার কারনে ইপিজেড শ্রম আইন ২০১৯ ধারা ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ১০ই ফেব্রুয়ারী, ২০২৫ ইং, সোমবার হতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে।
আরো বলা হয়, এমতাবস্থায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে ।
