বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
প্রচ্ছদ্ধখেলাআর্জেন্টিনার আধা ডজন, ব্রাজিলের এক হালি ‘উপহার

আর্জেন্টিনার আধা ডজন, ব্রাজিলের এক হালি ‘উপহার

spot_img
spot_img

বুয়েনস এইরেসের মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের নায়ক লিওনেল মেসি। নিজে করেছেন হ্যাটট্রিক, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল।

এদিকে আর্জেন্টিনার বড় জয়ের দিনে কম যায়নি ব্রাজিলও। ব্রাসিলিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেছেন রাফিনিয়া। বার্সেলোনা উইঙ্গার দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। রাফিনিয়ার জোড়া গোলের পর ব্রাজিলের তৃতীয় ও চতুর্থ গোলটি করেছেন আন্দ্রেয়াস পেরেইরা ও লুইজ হেনরিক।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বলিভিয়া এবং পেরুকে হারানোর পর এবারই প্রথম টানা দুই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। মাঝে বেশ কিছু ম্যাচে অপরাজিত থাকলেও পরপর দুই ম্যাচে জয় পাওয়া হয়নি সেলেসাওদের। .

আর্জেন্টিনা-বলিভিয়ার ম্যাচের ১৯ মিনিটে মার্তিনেজের পাস পেয়ে কোনোকুনি দৌড়ে প্রতিপক্ষের গোলকিপার গিয়ের্মো ভিসকারাকে একা পেয়ে গিয়েছিলেন মেসি। গোল করতে ভুল করেননি। আর্জেন্টিনা এরপর প্রথমার্ধে আরও দুটি গোল পেয়েছে। সেখানেও উৎস সেই ৩৭ বছর বয়সী কিংবদন্তি।

বিরতির পর হয়েছে আরও তিন গোল। ৬৯ মিনিটে নাহুয়েল মলিনার পাস থেকে চতুর্থ গোলটি থিয়াগো আলমাদার। রদ্রিগো দি পলের বদলি হয়ে নামা এজেকুয়েল পালাসিওস ৮৪ মিনিটে পাস বাড়িয়েছিলেন মেসিকে। ড্রিবলিং করে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে বাঁ পাশের পোস্ট দিয়ে বল জালে পাঠান ইন্টার মায়ামি তারকা। দুই মিনিট পরই ম্যাচের শেষ গোলটি করেন মেসি।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব টেবিলে শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচে  সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। ১০ ম্যাচ খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত