বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধখেলাআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মিস্টার ডিপেন্ডেবল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মিস্টার ডিপেন্ডেবল

spot_img
spot_img

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছিলেন, এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন। বুধবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি এই ঘোষণা দেন।

মাহমুদউল্লাহ লিখেছেন, “সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে ছিলেন।”

তিনি আরও লেখেন, “আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদ উল্লাহকে ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকে আমার কোচ ও পরামর্শক ছিলেন। পাশাপাশি আমার স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা কঠিন সময়ে সবসময় আমার পাশে থেকেছেন। আমি জানি, লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।”

পরিশেষে মাহমুদউল্লাহ বলেন, “সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে তোমাকে সিদ্ধান্ত নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা।”

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাটিং শৈলী টি-টোয়েন্টির জন্য উপযুক্ত নয় বলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অনেকেই অবাক হয়েছিলেন, যখন ভারত সিরিজে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। গুঞ্জন ছিল, এই সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানাবেন তিনি।

টেস্ট ক্রিকেট থেকে তিনি আগেই অবসর নিয়েছেন— ২০২১ সালের জুলাই মাসে। সেই অবসর ছিল বেশ আলোচিত, কারণ কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই হারারে টেস্ট চলাকালীন মাহমুদউল্লাহকে সতীর্থরা গার্ড অব অনার দেন। এ নিয়ে দীর্ঘদিন তিনি কোনো মন্তব্য করেননি, ফলে তার অবসর নিয়ে রহস্য তৈরি হয়।

এভাবেই মাহমুদউল্লাহ রিয়াদের দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। দেশের হয়ে অসংখ্য ম্যাচ জেতানো এই অভিজ্ঞ অলরাউন্ডার স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত