সোমবার, আগস্ট ১৮, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিঅপু কান্ডে বিএনপি নেতা ইশরাকের প্রতি ঘৃনা প্রকাশ করলেন রিফাদ রশিদ

অপু কান্ডে বিএনপি নেতা ইশরাকের প্রতি ঘৃনা প্রকাশ করলেন রিফাদ রশিদ

spot_img
spot_img

গতকাল থেকে এক নাটকীয় দিন যাচ্ছে বাংলাদেশের রাজনিতিতে গুলশানে সাবেক এমপি শাম্মীর বাসায় চাদাবাজী অভিযোগে গ্রেফতার হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ।

এরপরে গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে বাগছাস নেতা অপুর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে সে দাবি করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের কথায় সে শাম্মীর বাসা থেকে টাকা আনতে যায় তারা। এর আগে উপদেষ্টা আসিফ রাজনিতিতে আসার ঘোষনা দেয়। নির্বাচনের আগে রাজনিতিতে আসার ঘোষনার পরেই এই বক্তব্য সামনে আনা হয়।

১ আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হলেও এর প্রায় ১৪ দিন পরে এই বক্তব্য প্রকাশ জানে আলম অপু।

এরপরে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে বিএনপি নেতা মেয়র ইশরাক হোসেনের উপদেষ্টা আসিফের বিরুদ্ধে বক্তব্য নেয় বলে দাবি করেন জানে আলম অপুর স্ত্রী আনিশা।

এই সকল বিষয় নিয়ে পতিক্রিয়া জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাদ রশিদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক আইডি তে এক পোস্টে তিনি ইশরাকের হোসেনের ঘুনা প্রকাশ করেন।

পোস্টিতে তিনি বলেন, বিএনপি নেতা ইশরাককে আমি শ্রদ্ধা করতাম ফ্যাসিবাদী আমলে তার বোল্ড পজিশনের জন্য। জুলাইয়ের পরে মেয়রকান্ডে আসিফ মাহমুদ ভাইকে নিয়ে এতো নোংরামি করার পরেও আমি অনেক জায়গায় তাকে ডিফেন্ড করছি, তাকে তার নিজ দলের লোকজন ট্র‍্যাপে ফেলে তারে দিয়ে এইসব করছে এই ন্যারেটিভ আমি টকশোতে গিয়ে পর্যন্ত বলেছি। অথচ আজকে এই দিন দেখতে হইলো! অপহরণ করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে ডিবির কাছে ধরাইয়া দিলো অপুকে জাস্ট আসিফ মাহমুদের উপর রাজনৈতিক ক্ষোভের জন্য। ছিইইইইহ ইশরাক ছিইইহ। থু দেই আপনার মুখে।

তিনি আরো বলেন, আপনার ভয়ে অপুর ওয়াইফ শাহাবাগে এসে বলতেছে সে আপনার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, জনতার কাছে সে নিরাপত্তা চাচ্ছে। অথচ আপনি ইশরাক জননন্দিত হইছিলেন পুলিশের হাত থেকে নিজের কর্মী ছিনিয়ে এনে নিজের বুকে তাদের নিরাপত্তা দিয়ে।আর আজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আপনি রাজনৈতিক ক্ষোভের বশবর্তী হয়ে অপুকে অপহরন করলেন, আমাদের মেয়র খোকা সাহেবের বাসাটারে আয়নাঘর বানাইয়া সেখানে অপুকে নির্যাতন করে মিথ্যা স্টেটমেন্ট নিলেন, তারপর ডিবি দিয়ে অপুকে ধরাইয়া দিলেন। এখন আপনার ভয়ে অপুর স্ত্রী যে নিজেও একজন জুলাইয়ের ফ্রন্টলাইনার যোদ্ধা, সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। হায় সেলুকাস, ক্ষমতার লোভে মানুষ এতোটা নিকৃষ্ট কীটে পরিনত হয়?

আপনার বাবা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ছিলো আমাদের আইডল, আর আপনি হইলেন এমন একটা অমানুষ। আল্লাহ আপনারে হেদায়েত দেক, আল্লাহ আপনারে হেদায়েত দেক, আল্লাহ আপনারে হেদায়েত দেক।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত