বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদসৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রমজান শুরু

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রমজান শুরু

spot_img
spot_img

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে এসব অঞ্চলে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

শুক্রবার ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়, সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। এতে করে চলতি বছর ২৯ দিনে শাবান মাস শেষ হচ্ছে এবং শনিবার থেকে শুরু হবে রোজা।

অন্যদিকে, মালয়েশিয়ায় শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে রোজা শুরু হবে রোববার (২ মার্চ)। ফলে সেখানে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে।

এছাড়া ব্রুনাই ও সিঙ্গাপুরেও শুক্রবার চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশেও রমজান শুরু হবে ২ মার্চ, রোববার থেকে। দেশ দু’টির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবার (১ মার্চ) থেকেই সেখানে রমজান শুরু হচ্ছে। দেশটির ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশে শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের কোথাও চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কিংবা চাঁদ দেখা কমিটির টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো: টেলিফোন: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত