মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
প্রচ্ছদ্ধখেলাসেঞ্চুরির পর দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন লিটন

সেঞ্চুরির পর দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন লিটন

spot_img
spot_img

বেশ চমক দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নেই সাকিব আল হাসান। আর বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে এসেছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দল থেকে বাদ পড়ার দিনেই বিপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দল থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

নিজের মানসিক অবস্থা একই আছে উল্লেখ করে লিটন বলেন, ‘ম্যাচের আগে যে মাইন্ড সেটআপ ছিল, পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে, আবার নতুন করে আমার ইনিংস গোছাতে হবে। পরিশ্রম করবো, দেখা যাক কী হয়।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ প্রসঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটার আরও বলেন, ‘কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত