দুর্নীতি দমন কমিশন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম ও তাঁর স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে।
সোমবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, সৈয়দা মুনা তাসনিম ও তাঁর স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।
তৌহিদুল ইসলাম চৌধুরী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান। তাঁরা এই প্রতিষ্ঠানসহ ১২টি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল ঋণ নিয়েছেন। এই ঋণের টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ।
দুদক জানায়, জড়িত ব্যাংকগুলো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও এবি ব্যাংক। তদন্তে ব্যাংকগুলোর নথি পরীক্ষা ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সৈয়দা মুনা তাসনিম যুক্তরাজ্যে হাইকমিশনারের আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও লন্ডন মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ২৬ ডিসেম্বর শুরু হয়। গত বছর সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে লন্ডনের দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরতে বললেও তিনি ফেরেননি।
