মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে উপস্থিত হয়েছিলেন সদ্য সাবেক হওয়া বাংলাদেশ ক্রিকেটের তারকা তামিম ইকবাল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রাথমিকভাবে তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হলেও পরিস্থিতি বিবেচনায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিকেএসপির পাশের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, তামিম ইকবাল বর্তমানে সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে ডিপিএল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। টসের পরপরই মোহামেডান অধিনায়ক তামিম অসুস্থ হয়ে পড়েন। টস চলাকালেও তাকে বেশ অসুস্থ দেখাচ্ছিল।
তামিমের আকস্মিক অসুস্থতার কারণে পূর্বনির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকায় থেকে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন। মিরপুর থেকে বিসিবির পরিচালকরাও সেখানে গেছেন।
