রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ: বিমান দুই টুকরো, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ: বিমান দুই টুকরো, বহু হতাহতের শঙ্কা

spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংঘর্ষের পর বিমানটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, নদী থেকে একাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানিয়েছেন, হতাহতের ঘটনা ঘটেছে, তবে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

আমেরিকান এয়ারলাইন্সের সূত্রে রয়টার্স জানিয়েছে, বিমানে ৬০ জন যাত্রী, দুইজন পাইলট ও দুইজন ক্রু সদস্য ছিলেন। অপরদিকে, সামরিক হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ফলে বিমানটি দুই ভাগ হয়ে যায় এবং হেলিকপ্টারের উপরের অংশ নিচে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনার বিষয়ে অবহিত হয়েছেন এবং এক বিবৃতিতে বলেছেন, “ইশ্বর তাদের আত্মাকে শান্তি দিন।” তিনি ও নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।

সিবিএস নিউজ জানিয়েছে, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সিএনএন বলছে, উদ্ধার অভিযানে মার্কিন কোস্ট গার্ড মোতায়েন করা হচ্ছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত