মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়মরোনত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

মরোনত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

spot_img
spot_img

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করা হবে। সোমবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, মুক্তচিন্তার প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। জাতি তোমাকে কখনো ভুলবে না, আবরার।’

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হলো স্বাধীনতা পদক, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রদান করা হয়। এবার সেই পুরস্কার পাচ্ছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।

  • ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী। ঘটনার পরপরই দেশজুড়ে শুরু হয় তীব্র আন্দোলন। তার বাবা রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর রায়ে বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত