বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

spot_img
spot_img

ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৪।

ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল দিল্লির অভ্যন্তরেই। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞরা জানান, সাধারণত ৫ থেকে ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত ভূমিকম্পগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতি করার সম্ভাবনা রাখে। তবে দিল্লির এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তা পোস্ট করেন। তিনি দিল্লি ও আশপাশের এলাকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং সতর্কতার সঙ্গে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

মোদি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত