রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকভারতে পূজামণ্ডপে গুলি, আহত কয়েকজন

ভারতে পূজামণ্ডপে গুলি, আহত কয়েকজন

spot_img
spot_img

ভারতের বিহারে একটি পূজামণ্ডপে অজ্ঞাত বন্দুকধারীদের গুলির ঘটনা ঘটেছে। রোববার (১৩ অক্টোবর) সকালে বিহারের আরাহতে এই হামলার ঘটনা ঘটে, যাতে চার থেকে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালবেলা দুইটি মোটরসাইকেলে করে অজ্ঞাত বন্দুকধারীরা দুর্গাপূজার এই মণ্ডপে এসে গুলি চালায় এবং পরে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে গুলির দুটি কার্তুজ উদ্ধার করেছে।

গুলিবিদ্ধদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫), এবং সিপাহী কুমার। আরমানের পেছনে, সুনীলের বাম হাতে, রোশানের হাঁটুর নিচে এবং সিপাহী কুমারের কোমড়ে গুলি লেগেছে। তাদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

ডাক্তার বিকাশ সিং জানিয়েছেন, গুলিবিদ্ধ দুজনের অপারেশন করা হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

কী কারণে পূজামণ্ডপে এই হামলা হয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাদব নামের একজন ব্যক্তি জানিয়েছেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে কোনো কিছু বলার আগেই গুলি চালাতে শুরু করে।

এই ঘটনার ফলে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে দুর্গাপূজার মতো একটি বড় উৎসবের সময়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত