সোমবার, মার্চ ৩, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশবেপরোয়া চালককে অভিনব শাস্তি দিলো জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম

বেপরোয়া চালককে অভিনব শাস্তি দিলো জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম

spot_img
spot_img

চট্টগ্রামে এক বেপরোয়া বাস চালক ও তার হেল্পারকে অভিনব এক শাস্তির আওতায় আনল জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম।

রবিবার (২ মার্চে) জাতীয় নাগরিক কমিটির কোতয়ালীর থানার প্রতিনিধি সাজ্জাদ হোসেন কে মারধর করায় এমন শাস্তি দেয় জানাক।

জানা যায়, ইফতারের কিছুক্ষণ আগে জ্বেল রোড এর সামনে দিয়ে বাইকে করে আসার সময় দাঁড়িয়ে বাস কে সরতে বলায় সাজ্জাদের সাথে তর্কে জড়ায় চট্ট মেট্রো- জ ১১-১৯৩৩ বাসের হেল্পার। এক পর্যায়ে দুইজনের মাঝে কথা কাটাকাটি হলে বাসে থেকে একটি কাঠের বড় টুকরো এনে সাজ্জাদ মাথায় আঘাত করে এবং সাজ্জাত কে বাসেই অপহরণ করে মুসলিম হাই স্কুলের সামনে পর্যন্ত নিয়ে যায়।

সেখানে তৎক্ষণাৎ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তাকে মুসলিম হাই স্কুলের সামনেই রেখে বাস ও হেল্পার পালিয়ে যায়।

পরবর্তীতে ইফতারের পরে জাতীয় নাগরিক কমিটির একটি দল কোতয়ালী থানায় বিষয়টি সম্পর্কে থানার অফিসার ইনচার্জ কে জানায় এবং জানাকের টিম সহ তৎক্ষণাৎ ওসির নেতৃত্বে কোতয়ালী থানার একটি টিম অভিযান শুরু করে।

অভিযান চালিয়ে সেই ঘাতক বাস ও তার হেল্পারকে আটক করে কোতয়ালী থানা পুলিশ ও জাতীয় নাগরিক কমিটি।

 

পরবর্তীতে আজ সোমবার (৩ মার্চ) সকালে সুরাহা করতে আসে বাসের মালিক এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি টিম। তখন দুই পক্ষের সিদ্ধান্তে তাদের নামে মামলা না করে ৫ টি শর্তে তাদের কে মুক্তি দেওয়া হয়।

৫ টি শর্তের ব্যাপারে জানতে চাইলে জানাকের পাঁচলাইশ থানার প্রতিনিধি আসিফ উদ্দিন চৌধুরি জানায়, জেল রোডে ৬ নাম্বার বাস রোড ব্লক করে রাখছিলো এইটার প্রতিবাদ করায় সাজ্জাদ কে বাস ড্রাইভার এবং হেল্পার গালাগালি করে, গালাগালির এর পর্যায়ে হাতাহাতি হয় তখন সাজ্জাদ কে লাঠি দিয়ে মাথায় মেরে আহত করে জেল রোড থেকে মুসলিম হাই স্কুল পর্যন্ত নিয়ে আসে সাজ্জাদ কে ধরে । এক পর্যায়ে ডিবিসি নিউজ ভিডিও করলে ওরা সাজ্জাদ কে রেখে চলে যায়।

এরপর সাজ্জাদ জেনারেল হসপিটাল থেকে মাথায় ৬ টা শিলাই করে । ঘটনার জানাজানি হয় ইফতারের পর। তখন আমরা থানায় যায় এবং মামলা লিখায়। যেহেতু রোযা তাই , থানায় ওসি আর সেকেন্ড অফিসার ছিল না।

আমরা একাধিকবার বল প্রয়োগের মাধ্যমে ওসি ও সেকেন্ড অফিসার কে থানায় আনি । ওসি তখন সাজ্জাদ কে বিভিন্ন প্রশ্ন করে হেনস্থার শিকার করে এবং বলতে চাই যে তার দোষ আছে ড্রাইভার এমনি মারেনি, পরে ওসিকে বল প্রয়োগের মাধ্যমে আমরা বাধ্য করি এবং ওসি কোতয়ালী থানার সবাইকে নিয়ে অভিযান চালিয়ে ঘাতক বাস ও হেলপার কে আটক করে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা মিশমা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে জানা যায়, আজকে আমরা কোতোয়ালি থানার সাজ্জাদের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে থানায় উভয় পক্ষ বসি।বসার পরে আমরা একটা সমঝোতায় আসি। যেমন: ১.সাজ্জাদের কাছে মালিক ও শ্রমিক পক্ষ ক্ষমা চেয়েছে ২.সাজ্জাদকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ৩.আগামী ৩মাস বাস শ্রমিকের সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সরাসরি কাজ করব।এবং ট্রেনিং ও মনিটরিং এর আওতায় রাখব। ৪.উক্ত সময়ের পরেও বেপরোয়া ভাব থাকলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। সবাইকে এই পরিবর্তনের অংশীদার হবার জন্য আহবান করছি।আমাদের হাত ধরেই পরিবর্তন আসুক।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা সংগঠক এরফানুল হক, মোঃ আসিফ উদ্দিন চৌধুরী, পাঁচলাইশ প্রতিনিধি সাইবান, সাইফুর ইসলাম, ফারহাদ সবুজ, চকবাজার থানার প্রতিনিধি আসফাকুর রসিদ রাফি

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত