মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশপিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নাগরিক কমিটির প্রতিনিধি আহত

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নাগরিক কমিটির প্রতিনিধি আহত

spot_img
spot_img

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাবির মাহমুদ সানি (২৯) ও তার ভাই সানজিদ (১৯) আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) রাত ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মুসাবির মাহমুদ সানি জানান, তারাবির নামাজ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গেলে ৫-৭ জন সশস্ত্র হামলাকারী লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে। এ সময় তার ভাই সানজিদ তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। হামলায় সানির পিঠ ও হাতে এবং তার ভাইয়ের গলা ও পায়ে আঘাত লাগে।

মুসাবির মাহমুদ সানি জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর জেলা শাখার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রাজীব পাইক বলেন, আহতদের মধ্যে মুসাবির মাহমুদ সানির আঘাত তুলনামূলক গুরুতর। তার কোনো হাড় ভেঙেছে কি না, তা এক্স-রে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে ওসি আব্দুস সোবহান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ হামলা ঘটে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত