মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
প্রচ্ছদ্ধঅপরাধ ও আইন-আদালতন্যায় বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে- আসিফ নজরুল

ন্যায় বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে- আসিফ নজরুল

spot_img
spot_img

পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা এবং আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার বিলম্ব এবং দ্রুত বিচার কার্যকরের ব্যাপারে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন আসিফ নজরুল।

সেই পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই গণ-আন্দোলনে একজন শহিদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তদ্ধ করেছে। আমরা যতো দ্রুত সম্ভব এর বিচার করবো।

এই পৈশাচিক ধর্ষনের ঘটনায় অভিযুক্ত দুই আসামী গ্রেফতার হয়েছে এবং বন্দী আছে (তাদের জামিনের খবরটি ভুল)। তাদের ডিএনএ স্যম্পল নেয়া হয়েছে। পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে খোজ নিয়েছি। তারা অল্প কয়েকদিনের মধ্যে চার্জশীট দিবেন বলেছেন। এরপরই বিচার শুরু হবে, সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যম্পাল অনুকুলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা।

অন্যদিকে, মাগুরায় আসিয়া ধর্ষন ও হত্যাকান্ড ঘটনায় পুলিশের চার্জশীট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় স্বীকোরক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে। আশা করি এর ব্যতয় হবে না।

বিচারকাজে দু’চারদিন দেরী হলে আপনাদের কষ্ট হয়। সেটা বোধগম্য। কিন্তু বিচার যদি ঠিকমতো না হয়, তাহলে উচ্চ আদালতে আপীলে গেলে রায়টা টিকবে না। এটা যদি হয়, এরচেয়ে শোচনীয় আর কিছুই হতে পারেনা। আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন, কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে।

নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত