বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে গত ১৮ বছরের সকল ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির গণস্বাক্ষর কর্মসূচি পালন।
শনিবার (৮ই মার্চ) চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম জেলা প্রতিনিধিরা।
কর্মসূচিতে সরাসরি উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম জেলার সংগঠক ফজলে রাব্বি, মহানগর সংগঠক নূরে আবরার রাজিনসহ বিভিন্ন থানা পর্যায়ের সংগঠক ও প্রতিনিধিরা।
এছাড়াও সংহতি প্রকাশ করে সরাসরি অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক।সাগুফতা বুশরা মিশমা বলেন, আজ বিশ্ব নারী দিবস কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারী দিবস এতো সুখকর নয়। আজকে আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছে এটিও বলতে গেলে প্রতিবাদ সরুপ। প্রতিবাদ সরুপ বলতে দেশে যে আইনশৃঙ্খলা রয়েছে তার প্রয়োগ নেই কোন এর বিরুদ্ধে একটি প্রতিবাদ সরুপ আজকের এই পোগ্রামটি।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে নারীদের জন্য যে পরিবেশ প্রয়োজন সে পরিবেশটি এখনও তৈরি হয় নি। তৈরি হয়নি তার একটাই কারণ আইনের যথাযথ প্রয়োগ নেই। আইনের যথাযথ প্রয়োগ যদি থেকে থাকে তাহলে যে সকল ধর্ষণ হত্যাকাণ্ডের যথাযথ শাস্তি হয় নি।
এছাড়াও, গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ নাগরিকরাও ধর্ষণের দ্রুত বিচার ও ফাঁসির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। সারাদিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রায় একশত নাগরিক স্বাক্ষর প্রদান করেন।

স্টাফ রিপোর্টার,
বাংলা আপডেট