বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়দেশ ছাড়ার চেষ্টা, বিমানবন্দরে গ্রেফতার শেখ হেলালের পিএস

দেশ ছাড়ার চেষ্টা, বিমানবন্দরে গ্রেফতার শেখ হেলালের পিএস

spot_img
spot_img

দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ, যিনি সোহেল মুরাদ নামেও পরিচিত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে টিকিট চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ডিবি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, “মুরাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়েছিলেন সোহেল মুরাদ। এছাড়া, তিনি শেখ হেলালের ক্যাশিয়ার হিসেবেও দায়িত্ব পালন করতেন বলে জানা যায়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত