বিপিএল চলাকালেই সম্মানী না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শহীদ আফ্রিদি। উপস্থাপিকা ইয়াশা সাগরও আংশিক সম্মানী নিয়েই ঢাকা ছেড়ে চলে যান। ক্রিকেটার মোহাম্মদ মিঠুনও সম্প্রতি জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি থেকে এখনো কোনো অর্থ পাননি। একাদশ বিপিএলের রানার্সআপ চিটাগং কিংসের বিরুদ্ধে বকেয়া পরিশোধ না করার একাধিক অভিযোগ উঠেছে। ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী সামির কাদেরের বিরুদ্ধে অর্থ পরিশোধে গড়িমসির নানা অভিযোগ রয়েছে।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ঢাকার গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, চিটাগং কিংসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল পাঠিয়েছেন। বিসিবি সভাপতিও ই-মেইল পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
আফ্রিদি চিটাগং কিংসের মেন্টর হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এটি ফ্র্যাঞ্চাইজি ও আফ্রিদির মধ্যকার বিষয়, যেখানে বিসিবির কোনো সম্পৃক্ততা নেই। খেলোয়াড়দের ক্ষেত্রে বোর্ড হস্তক্ষেপ করতে পারলেও মেন্টরদের জন্য তেমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন তিনি।
আফ্রিদি জানিয়েছেন, তার সম্মানী চুক্তি ছিল ১ লাখ ডলার, কিন্তু তিনি পেয়েছেন মাত্র ১৯ হাজার ডলার। তিনি বলেন, ‘আমার সঙ্গে ১ লাখ ডলারের চুক্তি হয়েছিল। বাংলাদেশে পৌঁছানোর পর ৫০ হাজার ডলার দেওয়ার কথা ছিল এবং বাকি ৫০ হাজার টুর্নামেন্ট চলার সময়। কিন্তু আমাকে মাত্র ১৯ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। বারবার সময়ক্ষেপণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু সম্মানী দেওয়া হয়নি। সামির কাদেরের আচরণ আমাকে অবাক করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে সামির কাদের চৌধুরী বলেন, ‘চুক্তির পরিমাণ ১ লাখ ডলার ছিল, এটি সত্য। আফ্রিদি বকেয়া টাকা চেয়ে মেসেজ পাঠিয়েছেন। আমি অসুস্থ থাকায় উত্তর দিতে দেরি হয়েছে। এখন সমঝোতার মাধ্যমে বকেয়া টাকা পরিশোধ করা হবে।’
এদিকে, চিটাগং কিংসের বিপক্ষে একাধিক বকেয়া থাকার কারণে বিসিবি তাদের প্রাইজমানির অর্থ স্থগিত রেখেছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের বকেয়া পরিশোধ করলে প্রাইজমানির অর্থ দেওয়া হবে।
