মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫
প্রচ্ছদ্ধঅনুসন্ধানচট্টগ্রাম প্রেস ক্লাবে আবারো হাউজি জুয়ার আসর

চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারো হাউজি জুয়ার আসর

spot_img
spot_img

পতিত স্বৈরাচারী সরকারের আমলে দুর্নীতিবাজ সাংবাদিকরা প্রেস ক্লাব কে গড়ে তোলে জুয়ার আসর হিসেবে। প্রেস ক্লাবের সাবেক কমিটি হাউজি জুয়ার আসরকে হল বরাদ্দ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

৫ই আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পরেও চট্টগ্রাম প্রেস ক্লাবে তৃণমূলের সাংবাদিকরা আন্দোলন করে অতীত দুর্নীতিবাজ কমিটি কে উৎখাত করে এবং সাথে বন্ধ করা হয় হাউজি জুয়ার আসর।

সাংবাদিকদের আন্দোলন মুখে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পান চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

পূর্ববর্তী সময়ে হাউজি জুয়ার আসর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম করাপশন ইন মিডিয়া।

কিন্তু সময়ের সাথে সাথে আবারো সেই পতিত দুর্নীতিবাজ কমিটির সদস্যরা ধীরে ধীরে গ্রাস করে নেয় সাংবাদিকদের হৃদ স্পন্দন প্রেস ক্লাব কে। সেইসাথে আবারো চালু হয়ে যায় সেই হাউজি জুয়ার আসর।

এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাংবাদিক সমাজ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বেশ কিছু সাংবাদিক বলেন, প্রেস ক্লাব হলো সাংবাদিকদের জন্য একটি পুণ্যস্থান সেই প্রেস ক্লাবে এমন ঘৃণিত কাজ কখনই কাম্য না। এটি শুধু প্রেস ক্লাব না সকল সাংবাদিক সমাজের নাম বদনাম করছে।

জানা যায়, সন্ধ্যার পর থেকে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বসে হাউজি জুয়ার আসর। রাত প্রায় ১২ পর্যন্ত চলমান থাকে এই আসর।

প্রতিদিন ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত লেনদেন হয় এই হাউজি জুয়ার আসরে।

হাউজি জুয়ার আসর বসার ব্যাপারে বেশ কয়েকবার চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আহ্বায়ক ফরিদা খানম এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

স্থানীয় ভাষ্যে জানা যায়, দীর্ঘদিন যাবত এইখানে সন্ধ্যা হলেই এই হাউজি জুয়ার আসর বসে। এই রাস্তা দিয়ে অনেক কম বয়সী ছাত্র-ছাত্রীরা চলাচল করে তারা কৌতূহল বসত এই হাউজি গুলা দেখতে গিয়ে এইসব শিখবে আর ক্ষতিগ্রস্ত হবে। অনেক যুবকদেরও এইখানে আসতে দেখা যায় প্রায়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত