রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
প্রচ্ছদ্ধঅপরাধ ও আইন-আদালতইকরামুল হত্যা মামলায় কামাল মজুমদার রিমান্ডে

ইকরামুল হত্যা মামলায় কামাল মজুমদার রিমান্ডে

spot_img
spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইকরামুল হক হত্যাকণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন সকালের দিকে কামাল আহমেদ মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক হারুন উর রশীদ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। পরে বিচারক এ আদেশ দেন।

সাবেক আওয়ামী লীগ সরকারের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাাকণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য জানান কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা। তিনি জানান, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত