প্রকাশ পেলো ২০২৫ সালের মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষার ফলাফল। এবার পাশের হার ৪৫.৬২ শতাংশ।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার পর অনলাইনে প্রকাশ করা হয় ফলাফল।
ফলাফল প্রকাশ করার পরপরেই শুরু হলো বিতর্ক। আবারো আলোচনা আসলো “কোটা” জানা যায় কোটা থাকাতে অনেকে ৪২ শতাংশ পেয়েও উর্ত্তির্ণ হয়ে গিয়েছে কিন্তু মেধার ভিত্তিতে অনেকে ৭২-৭৬ শতাংশ মার্ক পেয়েও উর্ত্তির্ণ হতে পারে নি।
এতে করে বিতর্ক শুরু হয়েছে মেডিকেল ভর্তি পরিক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে চলছে অভিযোগের হিড়িক।
আয়েশা আকতার ইতি নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেন’ আমার নিজের খুব কাছের একজন স্টুডেন্ট ৭২.২৫ পেয়েও চান্স পায়নি কোনো মেডিকেল কলেজে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় ৪১ পেয়েও চান্স পেয়েছে মেডিকেলে।
অথচ আমার স্টুডেন্টটার বাবা একটা ম্যাচ ফ্যাক্টরীতে নাইটগার্ড হিসেবে কাজ করেন, মাসে ৮৫০০ টাকা পান। অনেক ভাবে ম্যানেজ করে একটা কোচিং-য়ে ভর্তি করিয়েছি আমি দায়িত্ব নিয়ে। ঢাকায় এসে মেয়েটা সেই ম্যাচ ফ্যাক্টরীতে একটা ভাঙা বিল্ডিংয়ে থাকছে তার বাবার সাথে, তীব্র গরম বা তীব্র ঠান্ডায় সে চেষ্টা করে গেছে। ৮৫০০ টাকায় গত কয়েক মাসে কত কষ্ট করে চলেছে সেটা শুনে গেছি, সেভাবে সাপোর্ট দিতে পারিনি।
এত যুদ্ধের পরেও যখন এরা দেখে কোটা দিয়ে অযোগ্য কেউ ডাক্তার হচ্ছে, তখন এই বাবা মেয়ের কি মরে যেতে ইচ্ছা করে না? এত যুদ্ধের পরেও যখন হেরে যায়, কি করার থাকে এদের?

স্টাফ রিপোর্টার,
বাংলা আপডেট