অবশেষে আটক করা হয়েছে আবাসিক হোটেলে ম্যাজিস্ট্রেটের মতো অভিযান পরিচালনাকারী সেই ভাইরাল তথাকথিত সাংবাদিক হান্নান রহিম তালুকদার কে।
সোমবার (১৬ জুন) রাতে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
জানা যায়, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের একটি আবাসিক হোটেলে অভিযান চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে তা আলোচনা এলে তাকে আটক করে চান্দঁগাও থানা পুলিশ।
ভিডিওটিতে দেখা যায়, হান্নান নামক তথাকথিত সিএসটিভি নামক একটি অনলাইন টেলিভিশনের বুম হাতে নিয়ে বহদ্দারহাটের পপুলার গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করতে থাকেন। তিনি ভিতরে ঢুকে বেশ কিছু কক্ষের দরজা খুলে খুলে তল্লাশি করতে থাকেন। এবং হোটেলের রেজিস্ট্রি খাতা চেক করতে থাকেন। পরবর্তীতে একটি কক্ষ এক যুবক কে তার সাথে থাকা নারী যে তার স্ত্রী কার প্রমানপত্রও চাইতে দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরেই ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিক সমাজ এবং তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
বেশকিছু সিনিয়র সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সাংবাদিকের কাজ তথ্য আদান প্রদান করা। তার কোন এখতেয়ার নেই সে কোন আবাসিক হোটেলে গিয়ে কোন ম্যাজিস্ট্রেট ছাড়া প্রশাসনের কোন লোক ছাড়া অভিযান পরিচালনা করার। সে তথ্য সংগ্রহ করতে পারবে অনুসন্ধান করতে পারবে কিন্তু আবাসিক হোটেলে থাকা কোন অতিথির কক্ষ পরিদর্শন করার কোন এখতেয়ার তার নেই। এবং সে কারো কাছ থেকে কোন উল্লেখযোগ্য কারণ ছাড়া তাদের বৈবাহিক প্রমাণপত্র চাওয়ারও এখতেয়ার রাখে না।
হান্নান রহিম তালুকদারের ফেসবুক ঘেটে দেখা যায় সে নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং দক্ষিণ জেলা বিএনপির যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী পরিচয় দেয়।
এ বিষয়ে পরবর্তীতে সিএমইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাব বিতর্কের সম্মুখীন হলে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, হান্নান রহিম তালুকদার প্রেস ক্লাবের কোন সদস্য বা প্রেস ক্লাবের কোন ধরনের কর্মকাণ্ডের সাথে সে যুক্ত ছিলো না বলে জানান। এবং সে সিএমইউজে এর সদস্যও কখনও ছিলো না।

স্টাফ রিপোর্টার,
বাংলা আপডেট